রামানন্দ খাজুরা ইউনিয়নের নামকরন করা হয় জমিদার রামানন্দ মজুমদার এর নাম অনুসারে। এই ইউনিয়নে ৩৬ টি গ্রাম রয়েছে। ইহা সিংড়া থানার সর্বশেষ এবং সর্ব বৃহত ইউনিয়ন। ধান উতপাদনের ক্ষেত্রে এ ইউনিয়ন বিখ্যাত বলা চলে। ধানই একমাত্র এবং প্রধান ফসল। আবার অনেকে বলে এ এলাকায় অনেক বেশি খেজুর গাছ এ জন্যা ও এ এলাকার নাম রামানন্দ খাজুরা হতে পারে।