একনজরে রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদ........ রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদে আপনাকে স্বাগতম।
এক নজরে রামানন্দ খাজুরা ইউনিয়ন | ০১) ইউনিয়নের নাম: ১২নং রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদ, সিংড়া, নাটোর। ০২) আয়তন : ৫৩.৮৫ বর্গ কি.মি ০৩) মৌজা : ৫৫ টি ০৪) গ্রাম : ৩৫ টি ০৫) খানার সংখ্যা : ৭৫০০ টি ০৬) মোট জনসংখ্যা : ৩০৭৬৯ জন,(পুরুষ- ১৫,৪৯৩ জন+মহিলা: ১৫,৭৬২ জন) ০৭) উচ্চ বিদ্যালয়ের সংখ্যা : ০৫ টি ০৮) সরকারী প্রাথমিক বিদ্যালয় : ১৮টি ০৯) মোবাইল টাওয়ার : ০২ টি ১০) নিম্ন মাধ্যমিক বিদ্যালয় : ০২ টি। ১১) জমির পরিমাণ : ৫,৩৮৫ হেক্টর। ১২) আবাদী জমির পরিমাণ : 4950 হেক্টর। ১৩) মসজিদ : ৫৩ টি ১৪) মন্দির : ২০ টি। ১৫) ঈদগাহ মাঠ : ২৫ টি ১৬) গোরস্থান : ২০ টি। ১৭) শ্বশ্মান ঘাট : ০ ৫ টি ১৮) স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র : ০১ টি। ১৯) তহসিল অফিস : ০১ টি। ২০) ডাকঘর : ০৩টি। ২১) খোয়াড় : ০৯ টি। ২২) পাকা রাস্তা : ২২কিমি। ২৪) খালের সংখ্যা : ০৪ টি ২৫) কমিউনিটি ক্লিনি : ০৪ টি
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS